
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে: তারেক
ডেস্ক নিউজ
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্র চলছে, তবে সবাই সচেষ্ট থাকলে তা মোকাবিলা সম্ভব। তাই সবাইকে এক প্লাটফর্মে দাঁড়াতে হবে।
সোমবার (২৪ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেলের এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, কয়েক দিন আগেও আমরা দেখেছি, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে।
তিনি বলেন, ১৯৭১ সালে সার্বভৌমত্বের লড়াইয়ে এবং বিগত ১৬-১৭ বছরের গণতান্ত্রিক উত্তরণের লড়াইয়ে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়, তা নিয়ে কাজ করি।
তিনি সব বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার পাশাপাশি সূক্ষ্মভাবে বিষয়গুলো নিয়ে কাজ করার আহবান জানান।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, ১৬ বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, তাদের ত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার আহবান জানান।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে বিপদে ফেলতে সুচতুরভাবে নতুন চক্রান্ত শুরু হয়েছে। দেশের প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে। তাই দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে এক থাকতে হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব এবং মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মিডিয়া সেলের আহবায়ক মওদুদ আলমগীর হোসেন।
সূত্র: একাত্তর
+ There are no comments
Add yours