
জামালপুর জেলা প্রাণীসম্পদ দপ্তরের আন্তরিক প্রচেষ্টায় মাহে রমজানের সেবায় দৃষ্টান্ত স্হাপন।
মোঃ মোশারফ হোসেন সরকার
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনায়, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহের আয়োজনে জেলা প্রশাসন জামালপুর এবং জেলা প্রাণিসম্পদ বিভাগ জামালপুর ভ্রাম্যমান পরিবহনের মাধ্যমে কুল বক্স, মিল্ক ক্যান ব্যবহার করে সুলভ মূল্যে গরুর মাংস,ড্রেসড ব্রয়লার,দুধ এবং ডিম বিক্রয় করে। জনসাধারণকে প্রাণিসম্পদ পণ্য ক্রয়ে কিছুটা স্বস্তি এনে দিতে সারা দেশব্যাপী এ ভ্রাম্যমাণ বিক্রি চলমান। উল্লেখ্য রমজানের প্রথম দিন থেকেই দুধ এবং ডিম বিক্রয় করে আসছে জেলা প্রাণিসম্পদ বিভাগ জামালপুর।
জামালপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শরীফ আব্দুল বাসেত বলেন, গরুর মাংস ১৮০ কেজি, ড্রেসড ব্রয়লার ৪৫ কেজি, দুধ ১২০ লিটার, ডিম ৫০০ টি জামালপুরের গেটপার এবং ফৌজদারি মোড়ে বিক্রয় করা হয়।
অনুষ্ঠানে উপস্হিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইফতেখার ইউনুস প্রাণিসম্পদ বিভাগের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং জনসাধারণকে ধৈর্য্য ধরে এ সেবা গ্রহণের আহ্বান জানান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: ছানোয়ার হোসেন বলেন, কিছু সীমাবদ্ধতার মাঝেও প্রাণিসম্পদ বিভাগ জামালপুর এই রমজানে জনমানুষের কথা চিন্তা করে আজ থেকে গরুর মাংস এবং ড্রেসড ব্রয়লার সরবরাহ শুরু করেছে দুধ, ডিমের পাশাপাশি। জেলা প্রশাসন, সাংবাদিক বৃন্দ এবং এ আয়োজনের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রোগ্রামের উদ্বোধন করেন তিনি।
+ There are no comments
Add yours