হরিণা লুম্বিনী বন বিহারে বনভান্তের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Estimated read time 1 min read
Ad1

রাঙামাটি প্রতিনিধিঃ সকল প্রাণির হিতসুখ মঙ্গলার্থে ও বিশ্বশান্তি সমৃদ্ধি মঙ্গল কামনায় বরকলের হরিণা লুম্বিনী বন বিহারে ৯ম বারের মত ছোট হরিণা এলাকাবাসীর আয়োজনে বনভান্তের পরিনির্বার্ষিকী পালিত হয়েছে।

মহাসমারোহে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহতি পূণ্যানুষ্ঠানে শনিবার (২০ মার্চ) সকালে বুদ্ধ পতাকা উত্তোলন ও উদ্বোধনী ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট পূজনীয় ভিক্ষু সংঘকে ফুলের তোড়া বরণের মধ্য দিয়ে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, প্যাগোডার উদ্দেশ্যে টাকা দান, আটাশবুদ্ধ পূজা, সীবলী ভান্তে পূজা, উপগুপ্ত ভান্তে পূজা, চুরাশি হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানাবিধ দান করা হয়।

সকল প্রকার মার-উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য ৫ মিনিট ভাবনা করা হয়। দিনব্যাপী মহতি পূণ্যানুষ্ঠানে বরকলের সীমান্তবর্তী এলাকা থেকে আসা হাজারো পূণ্যার্থী সমবেত হয়। পূণ্যার্থীদের জনসমাগমে উৎসবমুখর হয় লুম্বিনী বন বিহার প্রাঙ্গণ।

মহতি পূণ্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুম্বিনী বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র চাকমা। এসময় আরো উপদেষ্টাসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে ত্রিশরণসহ পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র চাকমা । অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয় চাকমা ও রিতা চাকমা । শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন অনিক চাকমা ।

বিশ্বের সকল প্রাণির হিতসুখ মঙ্গলার্থে পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা দেন জুরাছড়ি সুভলং শাখা বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আর্য্যনন্দ মহাস্থবির, রাজবন বিহার থেকে আগত শ্রীমৎ সুধর্মানন্দ মহাস্থবির, সুভলং শ্রাবস্তী বন বিহারের অধ্যক্ষ সংঘসার মহাস্থবির ও পরম পূজ্য বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির প্রমূখ।

দেশনা শেষে চুরাশি হাজার প্রদীপ প্রজ্জলন করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours