
মার্চে তিন বিলিয়ন ডলার রেমিট্যান্সের হাতছানি
ডেস্ক নিউজ:
মার্চের শেষ হতে আরও কয়দিন বাকি। বাংলাদেশে ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসে এ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার। কোনো একক মাসে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৪৫ লাখ ডলার। বাকি সাত দিন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মাসে তিন বিলিয়ন ডলারের ওপরে মাইলফলক রেমিট্যান্স আসবে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রবাসীরা ২৬৪ কোটি ডলার পাঠিয়েছিলেন। ওটাই ছিল একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। তার আগে ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স এসেছিল।
এদিকে রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ আবারও ২০ বিলিয়ন বা দুই হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। অন্যদিকে ডলারের দর বেশ কয়েক মাস যাবৎ ১২২ টাকায় স্থিতিশীল অবস্থায় রয়েছে।
চলতি অর্থবছরে ২৪ মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট দুই হাজার ১২৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ২৭ দশমিক ৭০ শতাংশ বেশি।
সূত্র: একাত্তর
+ There are no comments
Add yours