বৈষম্যবিরোধীরা কার নির্দেশে গণপরিষদ চায়, প্রশ্ন রিজভীর

Estimated read time 1 min read
Ad1

বৈষম্যবিরোধীরা কার নির্দেশে গণপরিষদ চায়, প্রশ্ন রিজভীর

ডেস্ক নিউজ:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২০২৪ সালে নয়, দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। আর গণপরিষদ হয় বিচ্ছিন্ন কোনো দেশের ক্ষেত্রে। যে দল একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা গণপরিষদ চাইতে পারে। কিন্তু চব্বিশে যেসব ছেলেরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, তারা কার ইন্ধনে বা নির্দেশে গণপরিষদ চায়, এটাই আমার প্রশ্ন।

শনিবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের তামাইয়ে তারেক রহমানের নির্দেশে অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জুলাই-আগস্টে শহীদ এবং আহতদের বিচার আমরাও চাই। কিন্তু সেই বিচার করতে কতো কয় বছর লাগবে! এক থেকে দেড় বছরেই বিচার করা সম্ভব। কিন্তু তারা সেদিকে মনোযোগ না দিয়ে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন।

নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করেন তিনি বলেন, কখনও ডিসেম্বর, কখনও জুন, কখনও মার্চ বলে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে।

বরগুনায় সাতসকালে এক সঙ্গে তিন ভাইয়ের মৃত্যুবরগুনায় সাতসকালে এক সঙ্গে তিন ভাইয়ের মৃত্যু
বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বেলকুচি চৌহালী ও এনায়েতপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: একাত্তর

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours