
চট্টগ্রামে ব্রাশফায়ারে জোড়া খুনের ঘটনায় দুইজন গ্রেপ্তার
ডেস্ক নিউজ:
চট্টগ্রামে ব্রাশফায়ারে জোড়া খুনের ঘটনায় দুইজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে ব্রাশফায়ার করে ডাবল মার্ডারে সরাসরি অংশ নেয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারা হলেন- মো. বেলাল ও মো. মানিক। এদিন বেলালকে চান্দগাঁও থানাধীন খাজাপুকুর এলাকা থেকে এবং মানিককে ফটিকছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ইখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল ও আশপাশের প্রচুর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে হত্যাকারীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ৩০ মার্চ গভীররাতে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকার বালুমহাল থেকে প্রাইভেট কারে ছয় সঙ্গীকে নিয়ে বহদ্দার হাটের দিকে যাচ্ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা। কিছুদূর গেলে কয়েকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসী ব্রাশফায়ার করে প্রাইভেটকারটি ঝাঁঝরা করে দেয়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান সরোয়ার। এলাকার অধিপত্য বিস্তার নিয়ে আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযোগ গুলিতে আহতদের।
+ There are no comments
Add yours