ইসরায়েল এর বিরুদ্ধে বিশ্ব মুসলমানের প্রতি ঐক্যবদ্ধভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবান

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদক:

 

 

ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতকল্পে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ৭ দফা প্রস্তাবনা

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন – গাজা ভূখণ্ডে দখলদার ইসরাইলের নৃশংসতা এখন মাত্রা ছাড়িয়ে গেছে। গোটা ফিলিস্তিন যেন এক বধ্যভূমি। ফিলিস্তিনিরা ভূমিজ সন্তান হয়েও আজ নিজ দেশে স্মরণার্থী। ইসরাইলী মিত্র ইঙ্গ- মার্কিনীরা ফিলিস্তিন দখলের মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব প্রতিষ্ঠায় মরিয়া। তিনি জাতিসংঘের নির্বাক ও নির্লিপ্তি ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন- এ মূহুর্তে বিশ্বের তাবৎ মুসলিম দেশসমূহের ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ জালিম ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় এ অপশক্তি মুসলিম জাহানের কেবলাভূমি মক্কা- মদিনার দিকে আঙ্গুল তুললে অবাক হওয়ার কিছুই থাকবে না। মানববন্ধনে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতকল্পে ৭ দফা প্রস্তাবনা পেশ করেন।
১। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে প্রবল বিশ্ব জনমত তৈরি করতে হবে।
২। যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় যে মোড়ল রাষ্ট্রগুলো ইসরায়েলকে অবৈধ মদদ দিচ্ছে, কটনৈতিক আলোচনার মাধ্যমে তাদেরকে এ অবস্থান থেকে সরিয়ে আনতে হবে।
৩। পক্ষান্তরে বিশ্বের শক্তিধর যে রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের সাথে সামরিক ও কুটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে।
৪। এ প্রশ্নে মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক নিশ্চিদ্র ঐক্য গড়ে তুলতে হবে।
৫। যুদ্ধরত ফিলিস্তিনিদের মধ্যে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লক্ষ্যে আল ফাতাহ, হামাসসহ সকল পক্ষকে অভিন্ন সামরিক প্লাটফর্মে এসে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদে অংশগ্রহণ করতে হবে।
৬। বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে সর্বপ্রকার সামরিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে হবে।
৭। এ সর্বাত্মক জিহাদে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে।
এছাড়া তিনি সম্প্রতি ভারত সরকার কর্তৃক ওয়াকফ বিল ২০২৫ বিল পাস করার তীব্র নিন্দা জানিয়ে বলেন- এ আইন সংশোধন করে ধর্মীয় সম্পত্তির উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ করেছে। এটি মুসলমানদের পূর্বপুরুষদের জমি- সম্পত্তি কুক্ষিগত করার হীন ষড়যন্ত্র। এর মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনপেক্ষাকৃত খর্ব হয়ে যাবে। ওয়াকফ বোর্ডে অমুসলিমদের
সদস্য হওয়ার প্রভিশন রেখে অবাঞ্ছিত ইন্টারপিয়ারেন্স এর দ্বার উন্মুক্ত করে দেয়া হয়েছে। এ বিলটি চূড়ান্ত অসাংবিধানিক। এটির মাধ্যমে সংখ্যালঘু নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে মন্তব্য করে তিনি মাননীয় সুপ্রিম কোর্ট এ বিষয়ে দায়েরকৃত মামলার শুনানি গ্রহণ করে ন্যায্য বিচার করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর এর উদ্যোগে অদ্য ৯ এপ্রিল ২০২৫ বুধবার বিকেল ৩টায় ইসরাইল কর্তৃক গাজার মুসলমানদের উপর নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ঢাকা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব আমজাদ আলী লিটন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন, সহ যুব সম্পাদক আল আমিন দেওয়ান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা আবুল কালাম আজাদ, আবদুল খালেক, রেজাউল করিম, খোরশেদ আলম প্রধানিয়া, মোহাম্মদ হানিফ, এস এম তারেক হোসাইন, এড. মোহাম্মদ রাসেল, ফরিদ আহমদ, আবু নোমান, মোহাম্মদ বাছির মিয়া, রাহাত হাসান রাব্বি, সানি দেওয়ান, মোহাম্মদ শাহীন মোল্লা, নুরুল ইসলাম, আলী আকবর, তোফায়েল আহমদ প্রমূখ নেতৃবৃন্দ।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours