
কারামুক্ত হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির
ডেস্ক নিউজ:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
এদিন, সকাল সাড়ে ১০টায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার স্বজন ও নেতাকর্মীরা জেলগেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ প্রকাশ করেন। পরে নেতাকর্মীদের নিয়ে পুরো শহরে শোডাউন দেন। এ সময় জাকির খানকে কাছে তার নেতাকর্মীরা আনন্দিত ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, প্রথমত আমরা তারেক জিয়ার ৩১ দফা দাবি আমরা বাস্তবায়ন করবোই করবো। আমি নারায়ণগঞ্জবাসী ঋণ কখনো শোধ করতে পারবো না। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে আমরা যেমন হেয় প্রতিপন্ন হয়েছি ভবিষ্যত প্রজম্ম যাতে এই রকম না হয়। মানবতার ভিত্তিতে আমরা সব কিছু রক্ষা করবো।
জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মন্ডল জানান, তার বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন। একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেয়া হয়।
তিনি আরও জানান, অনেক আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।
উল্লেখ্য, হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।
+ There are no comments
Add yours