
পাঁচ হাজার কারাবন্দীর পাতে পান্তা-ইলিশ
ডেস্ক নিউজ:
এবারের পহেলা বৈশাখে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা পাঁচ হাজার বন্দীকে পান্তা-ইলিশ খাইয়েছে কারা কর্তৃপক্ষ। সঙ্গে ছিল পান-সুপারি, পোলাও। বিনোদনের জন্য ছিল দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান। করানো হয়েছে মিষ্টি মুখও।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, কারাবিধি অনুযায়ী বন্দীদের জন্য প্রতি উৎসবে বিশেষ খাবারের ব্যবস্থা থাকে। তবে এবারে আনুষ্ঠানিকভাবে এই আয়োজন করা হয়েছে। কারাবন্দী সব কয়েদি ও হাজতিকে পহেলা বৈশাখের পান্তা-ইলিশ খাওয়ার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে।
আনন্দে শেষ আনন্দ শোভাযাত্রা, সর্ববৃহৎ দাবি ঢাবিরআনন্দে শেষ আনন্দ শোভাযাত্রা, সর্ববৃহৎ দাবি ঢাবির
তিনি জানান, বন্দীদের নিজস্ব একটি শিল্পী দল আছে, তারা গান গেয়েছেন।
সূত্র: একাত্তর
+ There are no comments
Add yours