
সীতাকুণ্ডেরে জিপিএইচের এর লিফ্ট ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু
মোহাম্মদ ইউনুস:সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ এর লিফ্ট ছিড়ে কাজ চলমান অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারগুলোতে। কাজ করার সময় লিফ্ট ছিড়ে পড়ে যায় দু শ্রমিক তাদের মধ্যে একজন হলেন মগপুকুর হাজিপাড়া পশ্চিম রোকনুজ্জামানের ছেলে মোঃ মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত (২৫) । দুপুর ১২ টার দিকে কর্মরত এ দুজন শ্রমিক লিফ্ট ছিড়ে পড়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। সীতাকুণ্ড মডেল থানা যথাযোগ্য ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান ওসি মোঃ মজিবুর রহমান।।
+ There are no comments
Add yours