
ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দেয়া ব্যবসায়ী আটক
ডেস্ক নিউজ:
গাজীপুরের শ্রীপুর থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের মামলায় ব্যবসায়ী আলী হায়দার রতনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তার তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেছে।
মঙ্গলবার ২২ এপ্রিল দুপুরে তাকে গাজীপুর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ উপস্থাপন করলে বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার রাতে ঢাকা থেকে রমনা থানা পুলিশ তাকে আটকের পর শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দিতেন। তবে তিনি তার ভাগিনা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। দেশের বিভিন্ন ব্যাংক থেকে কয়েক কোটি টাকা ঋণ নিয়ে আলোচনায় আসেন তিনি।
গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মোস্তাফিজুর রহমান বুলবুল এর মেয়ের জামাতা এই ব্যবসায়ী। তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ, তিনি আওয়ামী লীগের ক্ষমতার প্রভাবে স্থানীয় বহু মানুষের বাড়ী ঘর ও জমি দখল করে নিয়েছিলেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় শ্রীপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত শামীম আহমেদ বলেন, ব্যবসায়ীকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে উপস্থাপন করলে তার তিন দিনের রিমান্ড মুঞ্জুর করা হয়।
সূত্র: চ্যানেল আই
+ There are no comments
Add yours