
বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘর ও গরু পুড়ে ছাই।
মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালী ৩নং খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমিনা বাপের বাড়ি (আইনার বাপের বাড়ি) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মুনাফ নামক ব্যক্তির ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে তার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে, আর এতে তার গরু সহ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনার পর এলাকাবাসী দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও, আগুনের তীব্রতায় ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে এবং ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাড়াতাড়ি প্রয়োজনীয় সহায়তা প্রার্থনা করছে ক্ষতিগ্রস্ত পরিবার।
+ There are no comments
Add yours