
রাখাইনে করিডোর বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে;ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এক যুক্ত বিবৃতিতে- জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মানবিক করিডোর স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত বলে উল্লেখ করেন।
দেশের অভ্যন্তরীন রাজনৈতিক ঐকমত্য ব্যাতিরেকে এহেন স্পর্শকাতর সিদ্ধান্ত কোনভাবেই সমীচীন নয়। যা বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। উল্লেখ্য যে, মানবিক সহায়তার জন্য করিডোর দেয়া হলেও তাতে রাখাইনের বেসামরিক নাগরিকরা আদৌ লাভবান হবে কি না তার কোনো গ্যারান্টি নেই। কেননা আরাকান আর্মির রসদ সরবরাহের প্রায় সকল পথ বন্ধ করে রেখেছে জান্তা সরকার। সুতরাং জাতিসংঘ বা পশ্চিমাদের চাপের কারণে বাংলাদেশ কর্তৃক কোনো করিডোর চালু করা হলে, এটি অবৈধ অস্ত্র ও মাদক পাচারের রুট হয় কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এছাড়া প্রায় ১৬ লক্ষ রোহিঙ্গা শরণার্থী নিয়ে এমনিতেই বাংলাদেশ খুবই বেকায়দায় আছে।
তদুপরি আরাকান আর্মির হাত থেকে বাঁচতেও অনেক রোহিঙ্গা এখন বাংলাদেশে আসার জন্য অপেক্ষমান। এক্ষেত্রে আবার রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আরাকান আর্মির ভূমিকা কী হবে তা নিয়েও উদ্বেগ আছে। অতএব, জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো মানবিক করিডোরের জন্য বাংলাদেশের বিকল্প হিসেবে মিয়ানমারের সিতওয়ে বন্দর ছাড়াও বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলের অনেক জায়গা ব্যবহার করতে পারে।
প্রেস বিজ্ঞপ্তি
+ There are no comments
Add yours