হজ করতে ঘোড়ায় চড়ে সৌদিতে ৪ ইউরোপীয় মুসলমান

Estimated read time 1 min read
Ad1

হজ করতে ঘোড়ায় চড়ে সৌদিতে ৪ ইউরোপীয় মুসলমান

আন্তর্জাতিক ডেস্ক:

আধুনিকতার হাত ছুঁয়ে প্রাচীন ঐতিহ্যের পথে ফিরে গিয়ে পবিত্র হজ পালন করতে ঘোড়ায় চড়ে সৌদি আরবে পৌঁছেছেন চার সাহসী ইউরোপীয় মুসলমান। দীর্ঘ কয়েক মাস ধরে মরুভূমি, পাহাড় আর বিভিন্ন দেশের সীমান্ত পাড়ি দিয়ে মক্কার পবিত্র যাত্রাপথে পা রেখেছেন তারা। এই চারজনের মধ্যে একজন মরক্কো এবং তিনজন স্পেনের নাগরিক।

তাদের মক্কায় পৌঁছানোর ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এই কর্মকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। এই যাত্রা প্রমাণ করেছে, ইচ্ছা ও ঈমান থাকলে পথ কোনো বাধাই নয়।

 

স্পেন থেকে যাত্রা শুরু করে ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, কসোভো, উত্তর মেসেডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস, তুরস্ক ও সিরিয়া হয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন তারা। আল কুরাইয়াত অঞ্চলের আল হাদিথাহ সীমান্তে পৌঁছালে তাদের স্বাস্থ্য পরীক্ষা, সৌদি কফি, রিফ্রেশমেন্ট ও ফুল দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান সৌদি কর্মকর্তারা।

তাদের এই ঐতিহাসিক যাত্রার মূল অনুপ্রেরণা ছিলেন আবদুল্লাহ হার্নান্দেজ, যিনি ২৪ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ভূগোল নিয়ে পড়াশোনা করতে গিয়ে কোরআনের আয়াত তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তিনি প্রতিজ্ঞা করেন, পরীক্ষায় পাশ করলে ইসলাম গ্রহণ করবেন এবং প্রাচীন আন্দালুসীয় মুসলিমদের মতো ঘোড়ায় চড়ে হজে যাবেন।

 

সেই স্বপ্ন বাস্তবায়নে তার দুই বন্ধু আবদেলকাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ তার সঙ্গে যুক্ত হন। তারা প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ এই হজযাত্রায় অংশ নিয়েছেন, যা প্রায় সাড়ে তিন মাসের অধিক সময় ধরে চলেছে। এ অভিযানে তারা ইতিহাস ও বিশ্বাসের এক অনন্য সংমিশ্রণ তুলে ধরেছেন। তাদের যাত্রা শুধু হজ নয়, বরং ৫০০ বছর আগের আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্য পুনর্জাগরণের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমান, নৌপথ বা এমনকি ঘোড়ায় করেই হোক—প্রত্যেক হাজির জন্যই সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে। ২০২৫ সালে যেখানে প্রায় ১৮ লাখ হাজি হজ পালন করবেন, সেখানে এই চারজনের ব্যতিক্রমধর্মী যাত্রা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।

সূত্র: চ্যানেল২৪

 

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours