
ইতালির কথা বলে সৌদি ঘুরে নেওয়া হয় রাশিয়া, যুদ্ধে নিহত তরুণ
ডেস্ক নিউজ:
ইতালি নেওয়ার কথা বলে হাবিবুল্লাহ ভুইয়া (২০) নামের এক বাংলাদেশি তরুণকে রাশিয়া পাচারের অভিযোগ উঠেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ওই তরুণের মৃত্যু হয়েছে।
নিহত হাবিবুল্লাহ ভূঁইয়া (২০) শিবপুরের আইয়ুবপুর ইউনিয়নের ঘাশিরদিয়া গ্রামের আবু সিদ্দিক ভূঁইয়া ও মানসুরা বেগমের ছোট ছেলে।
জানা গেছে, হাবিবুল্লাহ বিদেশ যেতে চাইলে পাশের ব্রাহ্মন্দী গ্রামের দালাল ফারুকের সঙ্গে যোগাযোগ করেন আবু সিদ্দিক ভূঁইয়া। চুক্তি হয় ১৫ লাখ টাকায় হাবিবুল্লাহকে ইতালিতে পাঠাবেন। ইতালির কথা বলে ফারুক তার বন্ধু ঢাকার আরেক দালাল শফিকের মাধ্যমে হাবিবুল্লাহকে ২০২৪ সালে ডিসেম্বরে দুই মাসের ওমরা ভিসায় সৌদি আরব নিয়ে যান। দুই মাস পর সৌদি আরবের ভিসার মেয়াদ শেষ হওয়ায় শফিক আরেক দালাল সুলতানের কাছে ২০ লাখ টাকায় বিক্রি করে দেয়। হাবিবুল্লাহকে তুরস্ক হয়ে রাশিয়ায় নিয়ে যান সুলতান। সেখানে তাকে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে ট্রেনিং করায়। এর আগে হাবিবুল্লাহকে সেনাবাহিনীর ক্যাম্পে রাশিয়ান ভাষায় লেখা এক বছরের চুক্তিপত্রে স্বাক্ষর করায়। ২০২৫ সালের ২৭ মার্চ রাশিয়ার ৪৫ জন সেনা সদস্যের সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিহত হন হাবিবুল্লাহ।
নিহত হাবিবুল্লাহর মা মানসুরা বেগম জানান, গত ৩০ এপ্রিল রাতে রাশিয়া থেকে তার ছেলের বন্ধু ফোন করে জানায় হাবিবুল্লাহ রাশিয়া ইউক্রেন যুদ্ধে মারা গেছে গত ২৭ মার্চ। তার বড় ছেলে ইব্রাহিম ভূঁইয়া সৌদি আরব থাকেন। তাকেও বিষয়টি জানানো হয়েছে। গত ৪ এপ্রিল প্রথমে বিষয়টি সাংবাদিকদের জানান তারা।
হাবিবুল্লাহর বাবা আবু সিদ্দিক বলেন, আমার ছেলে ইতালি যেতে চেয়েছিল। দালালরা তাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। যিনি নিহত হয়েছে, তার পরিবার তথ্য দিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা করবো এবং দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ইত্তেফাক
+ There are no comments
Add yours