
পাকিস্তানের তিন বিমানঘাঁটিতে ভারতের হামলা
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেছেন, ভারত শনিবার ভোররাতে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, শরকোট বিমান ঘাঁটি এবং মুরিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল।
বিবিসি জানিয়েছে, শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে শরিফ চৌধুরী দাবি করেন, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এসব হামলার ফলে পাকিস্তান বিমান বাহিনীর সব সম্পত্তিই নিরাপদে আছে।
ওই সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে দুটি বিস্ফোরণ ঘটে।
রাওয়ালপিণ্ডির ডেপুটি কমিশনার এক্সে জানিয়েছেন যে বেসামরিক নাগরিকরা যেন অকারণে বাড়ি থেকে না বের হন এবং বাড়ির আলো নিভিয়ে রাখেন।
+ There are no comments
Add yours