
পুলিশের হাতে থাকবেনা মারণাস্ত্র, র্যাব পুনর্গঠন
ডেস্ক নিউজ :
পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, তাদের কাছে থাকা মারণাস্ত্রগুলো জমা দিতে হবে। তবে মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের হাতে। কেননা তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন। একই সঙ্গে র্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বলেন, র্যাব পুনর্গঠনে আলোচনা হয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান।
তিনি জানান, পোশাক শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করতে হবে। ঈদে পশুর হাটে মলম পার্টি, ছিনতাই ঠেকাতে ও মানুষকে নিরাপত্তা দিতে ১০০ করে আনসার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতেও নির্দেশ দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours