গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত: ইসি

Estimated read time 1 min read
Ad1

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত: ইসি

ডেস্ক নিউজ:

সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে গেজেট প্রকাশের পরই নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, অফিশিয়াল ডকুমেন্টস না পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারবো না।

সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সরকারের গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেয়া হবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

মার্কিন প্রতিনিধি দলের বিষয়ে তিনি বলেন, প্রতিনিধি দলটি প্রাক নির্বাচনী ভিজিটে এসেছে। নির্বাচন নিয়ে ধারণা নিতে এসেছে। তারা রাজনৈতিক দল, ভোটার, ইসি সম্পর্কে জানতে চেয়েছেন। অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা জানতে চেয়েছেন। রাজনৈতিক দল, সংস্কার কমিশনসহ অংশীজনদের সাথে বসেছেন।

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন: ড. ইউনূসপরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন: ড. ইউনূস
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে: প্রেস সচিবআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে: প্রেস সচিব
তিনি আরও বলেন, উনাদের পর্যবেক্ষণ হলো ইসির উপর সব পক্ষের আস্থা আছে।

আমরা আমাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছি উল্লেখ করে সিইসি বলেন, আমরা ওয়াদা রাখার প্রস্তুতি জানিয়েছি। গত তিন নির্বাচনে না আসলেও এবার তারা পর্যবেক্ষক হিসেবে আসতে আগ্রহী। বিদেশি পর্যবেক্ষক যারা নিরপেক্ষ হয়ে কাজ করে তাদের আমরাও উৎসাহ দেই।

আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে হবে বলেও জানান তিনি।

কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দলের অন্য সদস্যরা হলেন, সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর তারা শরিফ, মাইকেল বালদাসারো, সাইরাহ জাহেদি, ড্যানিয়েল রিচার্ডস ও কাজী শহীদুল ইসলাম।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours