
বাঁশখালীতে দীর্ঘ ১১ বছর পর মাদ্রাসার মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাসিত ছাত্র ও এলাকাবাসী
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে দীর্ঘ ১১ বছর পর মাদ্রাসার মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাসিত ছাত্ররা ও এলাকাবাসী। বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও গ্রামে অবস্থিত আহলে বাইতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নীয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা সংলগ্ন অলি নূর জামে মসজিদ টি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এরপর থেকে কয়েক বছর পাঞ্জেগানা নামাজ আদায় করলেও জুমার নামাজ আদায় করতে পারে নাই। উক্ত অলি নূর জামে মসজিদে গতকাল ২৩ মে শুক্রবার দীর্ঘ ১১ বছর পর জুমার নামাজ আদায় করেন, মাদ্রাসা শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসীসহ সাধারণ মুসল্লীগণ। জুমার নামাজের ইমামতি করেন বরুমছড়া গাউছিয়া মঈনুল উলূম মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা আবুল হাশেম আনোয়ারী। এই সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ তমিজ উদ্দিনসহ জুমার নামাজ পড়তে আসা মুসল্লীরা বলেন, দীর্ঘ ১১ বছর পর আমরা এই মসজিদে জুমার নামাজ পড়তে পেরে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। মাদ্রাসা শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়ে যেত জুমার নামাজ পড়তে যেতে, মাদ্রাসাটি মেইন রোড সংলগ্ন হওয়ায় জুমার নামাজ পড়তে যাওয়ার সময় ছোট ছোট শিক্ষার্থীদের দূর্ঘটনার আশংকা থাকতো, আজ সেই আশংকা থেকে মুক্ত হলাম। উল্লেখ্য ২০১৪ সালে অলি নূর জামে মসজিদ প্রতিষ্ঠা হলেও স্থানীয় অসাধু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারনে মসজিদটি ভেঙে ফেলে। এরপর দীর্ঘ ১১ বছর পর ভাঙা অবস্থায় ছিল পরবর্তীতে এলাকাবাসী ও মাদ্রাসা পরিচালক হাফেজ তমিজের প্রচেষ্টায় পূণরায় জুমা চালু করা হয়। জুমার নামাজের পূর্বে আহলে বাইতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নীয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
+ There are no comments
Add yours