
সরকারের লুটের হিসাব নেবে বিএনপি: জয়নুল আবদিন ফারুক
ডেস্ক নিউজ:
জুলাই গণঅভ্যুত্থানের পর গেলো সাড়ে ৯ মাসে এই সরকার কী কী লুট করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার হিসাব নেবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সোমবার (২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হওয়াতে বিএনপি খুশি হয়েছে জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, তবে এই ফাঁকে যদি বিএনপিকে মাইনাস করার কোনো চিন্তা এই সরকারের থাকে তাহলে তা রুখে দিতে বিএনপি প্রস্তুত।
তিনি আরও বলেন, সরকারে বসে যেসব উপদেষ্টারা আরেকটি রাজনৈতিক দলকে সহযোগিতা করছেন তাদের পদত্যাগ করা উচিত।
বিএনপি একাই শুধু নির্বাচন চায় না আরও অনেক দলই চায় উল্লেখ করে তিনি আরও বলেন, সাড়ে ৯ মাসে এই সরকার কী কী লুট করেছে তার হিসাব নেবে বিএনপি।
এদিকে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার কথা থাকলেও, কেনো সাড়ে ৯ মাস অতিবাহিত হলো সেই প্রশ্নও রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।
সূত্র: একাত্তর
+ There are no comments
Add yours