বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের আব্দুল্লাহ সরকার দুলালের ছেলে শাওন আট বছর বয়সে পড়াতে পারেন জানাজা নামাজ । করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল বন্ধ থাকায় সারাদিন বাড়ীর উঠানে খেলায় মত্ত থাকতো । লেখা পড়ায় মনোযোগী রাখতে শিশু শাওনকে বাড়ীর কাছের নূরানী মাদ্রাসায় ভর্তি করে দেন তার বাবা। ছেলেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ছোট বেলা থেকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে চান শাওনের মা-বাবা। শাওনের মা- বাবার ইচ্ছা মৃত্যুর পড়ে একমাত্র ছেলে যেন তাদের জানাজা নামাজে ঈমামতি করতে পারেন।
তাই বাড়ীর পাশে শাহ বাজার নূরাণী মাদ্রাসার ভর্তি করে দেন।নূরানী মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মা-বাবার ইচ্ছা পূরণে বেশিদিন সময় লাগেনি ছোট্ট শাওনের। মাদ্রাসায় ভর্তির ২ মাসেই সে বর্তমানে নির্ভূল ভাবে জানাজা নামাজের ঈমামতি করতে পারে। ১৯ মার্চ শুক্রবার শাহ বাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লীদের সামনে শিশু শাওনকে পরিচয় করিয়ে দেন মসজিদের ঈমাম ।
পরে উপস্থিত মুসল্লীদের সামনে শাওনকে জানাজা নামাজের নমুনা ঈমামতি করে দেখাতে বলেন। শিশু শাওন জানাজা নামাজের নমুনা ঈমামতি করাকালে তার নির্ভূল তেলোয়াত শুনে সবাই আশ্চর্য হয়ে যান। ছোট্ট শাওনের এমন প্রতিভায় বিস্মিত মুসল্লীগণ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
+ There are no comments
Add yours