শান্তিপূর্ণ গণতন্ত্র বিরাজমান বাংলাদেশ : জার্মান প্রেসিডেন্ট

Estimated read time 0 min read
Ad1

আন্তর্জাতিক খবর ডেস্ক 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপলক্ষ করে দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণকে অভিনন্দন জানান জার্মানের প্রেসিডেন্ট।
তিনি বলেন, বাংলাদেশে প্রাণবন্ত ও শান্তিপূর্ণ গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার।

এদিকে আজ মঙ্গলবার বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী অনুষ্ঠান মালার ৭ তম দিনে এক লিখিত বার্তায় এ মন্তব্য করেন তিনি।

এদিকে দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এই লিখিত বার্তা পাঠ করেন। লিখিত বার্তায় জার্মান প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ অসাধারণ উন্নয়ন অর্জন করেছে এবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দেশটিতে আজ শান্তিপূর্ণ গণতন্ত্র বিরাজ করছে।

বার্তায় জার্মান প্রেসিডেন্ট বলেন, উদ্ভাবনী উন্নয়ন নীতি ও কৌশল গ্রহণ করে বাংলাদেশ স্পষ্টভাবে দারিদ্র্য হ্রাসে সফল হয়েছে।

স্টাইনমায়ার বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি এবং উদার মানবিক সম্পৃক্ততা বিশেষ করে স্বদেশ ভূমি থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়দানকে বিশ্ব অত্যন্ত মর্যাদা দেয়।

জার্মান প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের সময়ের বৈশ্বিক চ্যালেঞ্জ গুলো বিশেষ করে চলমান মহামারি পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তন কেবল তখনই মোকাবেলা করা সম্ভব যদি আমরা একসাথে কাজ করি। এ ধরনের সহযোগিতার জন্য আমাদের বহু বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours