
নির্বাচনের তারিখ ঘোষণা হলেই চলমান সঙ্কট মিটবে: বিএনপি
ডেস্ক নিউজ:
সংস্কার, বিচার সব ছাপিয়ে দেশের আলোচনার কেন্দ্রে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে চলমান সঙ্কটের মধ্যেও সেই নির্বাচন কবে তার নিয়ে সরগরম গোটা রাজনৈতিক অঙ্গন। বিএনপি মনে করে, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলেই দেশের চলমান সঙ্কটের সমাধান সম্ভব।
দলটির নেতারা বলছেন, সরকারকে সংস্কারের নামে বিভ্রান্ত তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছে বিএনপি নেতারা।
শুক্রবার (১১ জুলাই) ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত হতে হবে।
একই অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ আগামী ১০০ বছরেও ফিরতে পারবে না। তারা আশা, দেশের চলমান সঙ্কট নির্বাচনের তারিখ ঘোষণা হলেই কেটে যাবে।
এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মোনাজাত অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার নিয়ে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে।
সবাইকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জানিয়ে সামনের দিন নিয়ে সবাইকে সতর্কও করেন এই বিএনপি নেতা।
সূত্র: একাত্তর টেলিভিশন
+ There are no comments
Add yours