
তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই
ডেস্ক নিউজ:
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানির তারিখ ১৭ জুলাই ধার্য করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ ১৭ জুলাই ঠিক করেন।
দুই দশক আগে ২১ আগস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে ২০২৪ সালের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট।
এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান।
এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের তারিখ আপিল বিভাগ আগামী ১৭ জুলাই ধার্য্য করেন বলে জানা যায়।
সূত্র: চ্যানেল আই
+ There are no comments
Add yours