খবর বাংলা ডেস্ক
সীতাকুণ্ডে শিবচতুর্দ্দশী মেলা পরবর্তী অস্থায়ী মেলা বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
এদিকে বুধবার ২৪ মার্চ বিকাল ৫টার দিকে পৌর সদরে মন্দির সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এদিকে অভিযান কালে ম্যাজিষ্ট্রেটের নির্দেশে পুলিশ মেলার কিছু দোকান ভেঙে গুড়িয়ে দিলে অন্য দোকানীরাও দ্রুত মালামাল গোছাতে শুরু করেন। সব দোকানপাট সন্ধ্যার মধ্যে মেলার দোকান গুছিয়ে নেবার নির্দেশ দেন।
সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম মহাতীর্থের শিব চতুর্দশী তিথিকে ঘিরে প্রতিবছর এই মেলা শুরু হয় চলে দোলপূর্ণিমা পর্যন্ত ১৫ দিন। সেই ধারাবাহিকতায় দূরাগত দোকানীরা শিব চতুর্দশী থেকে এই মেলা চালিয়ে যাচ্ছিল।
শিব চতুর্দশী ধর্মীয় আনুষ্ঠানিকতার তিন দিনে এখানে দেশ-বিদেশের ১০-১২ লাখ পূণ্যার্থীর আগমন হলেও এর পর থেকে প্রতিদিন সন্ধ্যার পর এটি স্থানীয় মেলায় পরিণত হয়।
এসময়ও হাজারো মানুষ মিলিত হয়ে কেনাকাটা করেন। এদিকে প্রতিবছর এই নিয়মে চললেও এবার করোনা ভাইরাসের ভয়াবহ ছোবলের মধ্যেও মেলাটি চলতে থাকায় সর্বমহলে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। করোনা ছড়িয়ে পড়ার আশংকায় এটি বন্ধে উপজেলা নির্বাহী অফিসারকে স্বাস্থ্য বিভাগ থেকে অনুরোধ করা হয়।
এরপর তিনি মেলা কমিটিকে মেলা বন্ধের নির্দেশ দিলে কমিটির পক্ষ থেকে মেলা বন্ধে দোকানীদের অনুরোধ করেন।
+ There are no comments
Add yours