ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শুক্তগড় এলাকার সালেহা বেগম এ অভিযোগ করেন।
অভিযোগে সালেহা বেগম জানায়, পিতার মৌখিক অনুমতি নিয়ে পিতার বাগান থেকে ঘর নির্মানের জন্য লেবার নিয়ে একটি গাছ কাটেন সালেহা বেগম। গাছ করাত কলে নেয়ার সময় সালেহার সৎ মা ও সৎ ভাই রুবেল হোসেন গাছ নিতে বাধা দিয়ে ব্যর্থ হয়ে লুট ও মারধরের অভিযোগে থানা একটি অভিযোগ দেয়।
থানাপুলিশ সরেজমিনে তদন্ত করে ঘটনার কোন সত্যতা না পেয়ে মামলা রেকর্ড না করায় তারা আদালতে ঐ একই অভিযোগে মিথ্য মামলাটি দায়ের করেন। আদালত ঐ মামলার তদন্ত দায়িত্ব দেয় গোয়েন্দা পুলিশের কাছে। বর্তমানে ঐ মামলাটি তদন্তদীন রয়েছে।
বুধবার সকাল ১০টায় সালেহা বেগম রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। এ সময় তার স্বামী মো. ছিদ্দিকুর রহমান মৃধাসহ তার শিশু ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানায়, এই মিথা মামলা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট উর্ধ্বতন র্কৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মো. রুবেল হোসেনের ব্যবহৃত মুঠো ফোনে বার বার ফোন দিয়ে ফোনটি বন্ধ পাওয়া যায়।
+ There are no comments
Add yours