খেলার খবর :
প্রথম টি-টোয়েন্টিতে গোল্ডেন ডাকে ফিরেছিলেন ফিন অ্যালেন। সেই অ্যালেনই মারলেন ইনিংসের প্রথম ছক্কা। মার্টিন গাপটিল ও অ্যালেনের ঝড়ো শুরুতেই মনে হচ্ছিল আরও বিপজ্জনক হয়ে যাবে এই জুটি। কিন্তু পাওয়ার প্লের মাঝেই তাদের বিদায় দিয়েছে বাংলাদেশ।
এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেটে ৮১ রান। ক্রিজে আছেন গ্লেন ফিলিপস (১৯) ও উইল ইয়ং (৬)।
এই ম্যাচেও প্রথম ওভারে এসেছিলেন নাসুম। কিন্তু আগের ম্যাচের মতো প্রভাব রাখতে পারেননি। গাপটিল ও অ্যালেন বাউন্ডারি মেরেই খেলা শুরু করেন এই ওভার। সবচেয়ে বেশি ঝড়টা ছিল তাসকিনের চতুর্থ ওভারে। অ্যালেন ও গাপটিল একটি করে ছয় মারেন। একবার অবশ্য অ্যালেনকে জীবন দেন মাহমুদউল্লাহ। তাসকিনের বল উড়িয়ে মারলেও ক্যাচ নিতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তবে শেষ বলে কোনও ভুল করেননি নাসুম। তাসকিনের এই ওভারেই ১০ বলে ১৭ রানে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেন।
ষষ্ঠ ওভারে ফেরেন গাপটিলও। হাত খোলার চেষ্টায় ছিলেন কিউই ব্যাটসম্যান। কিন্তু সাউফউদ্দিনের বলে তার অসাধারণ ক্যাচ নিয়েছেন তাসকিন। গাপটিল ফেরেন ২১ রানে। পরের ওভারের প্রথম বলে শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দি হন কনওয়ে। কিউই ব্যাটসম্যান ফেরেন ৯ বলে ১৫ রানে। তাতে গত ম্যাচে অভিষেক হওয়া শরিফুল পেলেন প্রথম আন্তর্জাতিক উইকেট।
এর আগে নেপিয়ারে টস জেতে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি হেরে যাওয়ায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। এর পর নেপিয়ারের দুর্যোগপূর্ণ আবহাওয়াও আজ খুব ভাবাচ্ছে সফরকারীদের। তাই টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
গত ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। মোস্তাফিজের বদলে এসেছেন তাসকিন আহমেদ। প্রথম টি-টোয়েন্টির মতো এই ম্যাচেও নেই মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড দলেও পরিবর্তন এসেছে একটি। ফার্গুসনের বদলে এসেছেন অ্যাডাম মিলনে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।
+ There are no comments
Add yours