কাল থেকে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ 

Estimated read time 0 min read
Ad1

চট্টগ্রাম ব্যুরো: দেশে হঠাৎ করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম চিড়িয়াখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ।

বুধবার (৩১ মার্চ) রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা: শাহদাত হোসেন শুভ খবর বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এর আগে করোনার প্রভাবে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর ২০২০ সালের আগষ্টে খুলে দেয়া হয়েছিলো এটি করোনার পরিস্থিতি ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে দ্বিতীয় দফায় আবারও সাময়িক বন্ধ রাখা হচ্ছে চট্টগ্রাম অন্যতম এই বিনোদন কেন্দ্রটি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours