শহীদুল ইসলাম মামুন, ফেনী:
ফেনীতে ক্রমাগতভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার ফলে সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়,করোনা ভাইরাসের কারণে ফেনীতে দর্শনীয় স্থান বিনোদন কেন্দ্র, পার্ক, কমিউনিটি সেন্টার ও কনভেনশন হল বন্ধ ঘোষণা করেছে।
মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান,করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা সব ধরনের সভা-সমাবেশ ফেনী জেলার দর্শনীয় স্থান সমূহ ,বিনোদন কেন্দ্র ,পার্ক কমিউনিটি সেন্টার এবং যেকোনো সামাজিক অনুষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।
+ There are no comments
Add yours