বন্দরে জাহাজ ভিড়তে সাহায্য করার সময় দূঘর্টনার কবলে টাগবোট

Estimated read time 1 min read
Ad1

খবর বাংলা ডেস্ক :

চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়ছিল গাড়িবাহী একটি জাহাজ সহায়তা করার সময় জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্হ হয়েছে চট্টগ্রাম বন্দরের একটি টাগবোট।

ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১ টার সময়।

মালয়েশিয়া স্টার নামে একটি গাড়িবাহী জাহাজ বন্দর জেটিতে ভিড়ছিল (বার্থিং)।

জাহাজটিকে বার্থিংয়ে সাহায্য করছিল বন্দরের টাগবোট কান্ডারি-১১। ধাক্কার কারণে টাগবোটের পেছনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরে টাগবোটটি উদ্ধার করা হয়।

এরপর গাড়িবাহী জাহাজটি নিরাপদে জেটিতে ভিড়েছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours