শহীদুল ইসলাম মামুন, ফেনী
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের বদর মোকাম খালের পাড় কেটে অবৈধ ভাবে মাটি বিক্রির দায়ে স্কেভেটর মেশিনসহ চরদরবেশ ইউনিয়ন পরিষদের সদস্য রমজান আলী কে বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের সোপর্দ করেন ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সদস্য রমজান আলী একজন মাটি ব্যবসায়ী। তিনি এলাকায় দীর্ঘ দিন ধরে মাটি ব্যবসা চালিয়ে আসছে। চরদরবেশ ইউনিয়ন ও মতিগঞ্জ ইউনিয়ন এর সীমানা দিয়ে বয়ে যাওয়া বদর মোকাম খালের সংস্কার করে নতুন যে পাড় বাধা হয় সেগুলো রমজান আলী অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করে।
ঘটনাটি এলাকাবাসী ও স্থানীয়রা মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু কে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনার স্থলে ছুটে যান। এবং তা সত্যতা পেয়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে অবগত করেন।
সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন ঘটনা স্থলে এসে রমজান আলী সহ স্কেভেটর মেশিন নিয়ে যায়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ইউপি সদস্য ও মেশিন নিয়ে আসা হয়। ইউপি সদস্য রমজান আলীর কাছ থেকে তার ওয়ার্ডে যেন কোথাও মাটি কাটা না হয় সেজন্য মুছলেকা নেওয়া হয়। মেশিন এখনো আটক আছে।
+ There are no comments
Add yours