করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি’র গণসচেতনতা ও মাস্ক বিতরন

Estimated read time 1 min read
শহীদুল ইসলাম মামুন, ফেনী
সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির পাওয়া ও তা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ নো মাস্ক নো বাস্তবায়নে জনসচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ ও গণসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি।
  বুধবার (৩১ মার্চ ) সকালে  দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি’র  আয়োজনে দাগনভূঞার পৌরশহর এলাকায় মাস্ক বিহীন পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ ও গণসচেতনতা মূলক কার্যক্রমে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন লিটন, বিটিভির সাবেক জেলা প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ওসমান গণি, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মোয়াজ্জেম মালদার, সহ-সভাপতি মাস্টার মোঃ নাজমুল হক, মোঃ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মিঠু, যুগ্মসম্পাদক মোঃ আবদুল মুনাফ পিন্টু, কোষাধ্যক্ষ দেওয়ান মোঃ ইকবাল, দপ্তর ও প্রচার সম্পাদক সুমন পাটোয়ারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুলফিকার আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসীম উদ্দিন ফরায়েজী, ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন টিপু, কার্য নির্বাহী সদস্য তাহেরুল ইসলাম, সুজন মাহমুদ, আশফাল আহমেদ রাফি, নুর হোসেন অংশগ্রহণ করেন।
উক্ত মাক্স বিতরণ ও গণসচেতনতা মূলক কর্যক্রম থেকে  করোনাভাইরাসের দ্বিতীয় দফা আক্রমণ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
এছাড়াও করোনার সংক্রমণ এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাতধোয়া, হ্যান্ডশেক-কোলাকুলি বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে পরামর্শ দেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours