লংগদুতে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

Estimated read time 0 min read
Ad1

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদুতে বন্য হাতির আক্রমণে একজন বৃদ্ধ নিহত হয়েছে। নিহত আব্দুল মালেক (ভান্ডারী) ৬৫ উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, গ্রামের পাশে পাহাড়ে হলুদ ক্ষেতে কাজ করতে গেলে আজ দুপুরে ২.৩০ঘটিকায় হঠাৎ বন্য হাতির আক্রমনের শিকার হন আব্দুল মালেক। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী জানান, প্রায় সময় বন্য হাতির পাল গ্রামে ঢুকে পরে। ক্ষেতের ফসল, বসতবাড়ি ও মানুষের উপর আক্রমণ করে ব্যাপক ক্ষতি করছে হাতি। নির্বিচারে বন উজার ও খাদ্য সংকটের কারণে হাতির পাল খাবারের খোঁজে লোকালয়ে অবাধে প্রবেশ করছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours