এম ডি রায়হান | রামু, কক্সবাজার :
রামু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ ২৭শে জুলাই সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল,উপজেলা ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন,মহিলা ভাইস-চেয়ারম্যান আফসানা জেসমিন পপি,রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, রামু স্বাস্থ্য কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগন,রামু ১১ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় আগামী ডিসেম্বরের মধ্যেই রামু উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে গ্রামে-গঞ্জে মাদক প্রতিরোধ কমিটি গড়ে তুলা হবে এবং সকল স্তরের লোকের সহযোগিতা কামনা করা হয়।
বর্তমান মহামারি কোভিট-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠিন নিদের্শনা নেওয়ার সিদ্বান্ত হয়েছে বলে সভার বক্তারা জানান।
+ There are no comments
Add yours