স্বাস্থ্যবিধি না মানায় নলছিটিতে ২ দিনে ১৯ জনের জরিমানা

Estimated read time 0 min read
Ad1

আমির হোসেন | ঝালকাঠি

ঝালকাঠির নলছিটিতে লকডাউন চলাকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক ছাড়া ঘোরাঘুরি করায় ২ দিনে ১৯ পথচারী ও দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে ২য় ধাপে সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাহিরে ঘোরাঘুরি করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। বুধবার(১৪এপ্রিল) সন্ধ্যায় নলছিটি শহরে এই বিধিনিষেধ অমান্য করায় ১১জনকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুম্পা সিকদার।

এছাড়াও বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মকনায়র দায়ে ৭ জনের কাছ মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানের ব্যাপারে তার বলেন করোনা ভাইরাসের সংক্রমণ খুব দ্রুত বাড়ছে। এখন সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি অবশ্যই মেনে চলতে হবে। আর যদি কেউ এই বিধিনিষেধ অমান্য করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানূগ ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours