মোঃ লিটন রহমান সুজন | লালমনিরহাট
লালমনিরহাট পৌরসভার ডাইলপট্টি/ফুটানির বাজারে টিসিবি’র পন্য বিক্রির নামে চলছে নানান কৌশল।
বাংলাদেশে যখন মহামারি,রমজান বা প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় সেই সময় সরকারি নির্দেশনা অনুযায়ী সরকার সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী সমূহ বিক্রি করে থাকেন ।
সরকার প্রতি বছরের ন্যায় এ রমজানেও মহামারীতে গরিব অসহায় মানুষেরা যাতে কম দামে পন্য কিনতে পারে তার জন্য টিসিবি’র নির্ধারিত মূল্য দিয়েছেন।
প্রত্যেক ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী পন্য ক্রয় করবেন এটাই নিয়ম অথচ এখানে ৬ টি পন্য এর কম বিক্রি হয় না বলে জানিয়েছেন এখানকার বিক্রিতারা।
তিনি বলেন এখানে কমপক্ষে ( তেল ৫ কেজি, চিনি ২কেজি, ডাল ২কেজি পেয়াজ ৫ কেজি ছোলা ২ কেজি খেজুর ২ কেজি) ১০৯০ টাকার পন্য নিতে হবে বলে জানান তিনি।
অভিযোগ আছে সাধারণ মানুষের জন্য বিক্রিত জিনিস ভোগ করছেন স্থানীয় বড় ব্যবসায়ীরা।
লকডাউনে যেখানে দুবেলা খাবার মানুষ ঠিকমত পায়না,তাহলে কিভাবে সম্ভব একজন একদিনে ১০৯০ টাকা দিয়ে পন্য কেনার প্রশ্ন জনমনে।
একজন ক্রেতা আজিজুর রহমান বলেন,আমি তাদেরকে বলি আমি দুটি পন্য কিনবো কিন্তু তারা বলে দেন কিনলে ৬ টি পন্য কিনতে হবে। আমি জোর করলে আমার সাথে তারা খারাপ ব্যবহার করেন এবং গালি দেয় ।
এখানে শুধু আজিজুর রহমান নয় এমন অনেকে অভিযোগ টিসিবির পন্য তারা নিজের ইচ্ছে মত বিক্রি করছে, বিক্রি করছে না ক্রেতার চাদিহা মত । চাপিয়ে দেওয়া হচ্ছে একসঙ্গে ৬ টি পন্য ।
সাধারন ও অসহায়দের দাবি দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করে সাধারন মানুষের জন্য বরাদ্দকৃত পন্য সামগ্রী ব্যক্তির চাদিহা অনুযায়ী বিক্রি করা হোক ।
+ There are no comments
Add yours