মিল্টন ওয়াদাদার
বরিশালে এক ট্রাফিক সার্জেন্টের মুঠো ফোনে তোলা ছবিতে দেখা গেছে,এক ব্যাক্তি পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেল নিয়ে ছুটছেন। মোটরসাইকেলের পিছনে থাকা ওই নারী গুরুতর অসুস্থ। অসুস্থ নারীর নাকে ন্যাজেল ক্যাথেটার লাগানো।যার সাহায্যে সিলিন্ডার থেকে অক্সিজেন নিচ্ছেন অসুস্থ ওই নারী। মুঠো ফোনে তোলা ছবি ফেসবুকে পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মোর্শেদ টুটুল শনিবার(১৭এপ্রিল) সাড়ে ৩টার দিকে ফেসবুকে ছবিটি পোস্ট করেন।
বরিশাল-পটুয়াখালী সড়কের বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় ডিউটি চলাকালীন সময়ে দুপুর ৩টার দিকে এক ব্যাক্তি এক চালকের পিঠের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার বাঁধা আরোহী নারীর মুখে মাক্স পড়ানো,সিলিন্ডার থেকে নল দিয়ে অক্সিজেন নিয়েছে মোটর সাইকেল নিয়ে ছুটছেন দেখতে পায়। দৃশ্যটি তিনি তার মোবাইল ফোনের ক্যামরায় ধারন করেন। কর্তব্যরত ডিউটি ট্রাফিক সার্জেন্ট দৃশ্য দেখার পর মোটরসাইকেলটিকে না থামিয়ে চলে যাওয়ার সংকেত দেন।
ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মোর্শেদ টুটুল বলেন, করোনা ভাইরাস নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে পারে ভেবে সাড়ে ৩টার দিকে ছবিটি তাঁর ফেসবুক আইডি থেকে পোস্ট করেন, এবং কয়েকঘণ্টার মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায়।
ওদিকে খোঁজ খবর নিয়ে জানা যায়, আরোহী অসুস্থরোগীর নাম রেহানা পারভীন (৫০)। তিনি ঝালকাঠির নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর স্বামীর নাম বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাকিম মোল্লা।গ্ৰামের বাড়ি নলছিটির সূর্য পাশা। মোটরসাইকেল চালাচ্ছিলেন তাঁর ছেলে জিয়াউল হাসান টিটু, তিনি ঝালকাঠি সদরের কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার। তাঁর বড় ভাই মেহেদী হাসান মিঠু পুলিশের উপ-পরিদর্শক (এস আই)। অসুস্থ রেহানা পারভীনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। শনিবার সকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে গেলে দুপুর আড়াইটার দিকে তাঁর ছেলে জিয়াউল হাসান টিটু মাকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান, বর্তমানে তিনি করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
+ There are no comments
Add yours