আকাশ মার্মা মংসিং | বান্দরবান
বৈশিক মহামারী করোনার ভ্যাকসিন দ্বিতীয় পর্যায় ডোজ করোনা টীকা গ্রহন করে কার্যক্রম সম্পন্ন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এর আগে ১৫ ফেব্রুয়ারী সোমাবার সকালে প্রথম পর্যায়ে করোনা টীকা গ্রহন করেন।
১৮ এপ্রিল রবিবার বান্দরবান সদর হাসপাতালে কোভিড -১৯ এর দ্বিতীয় ডোজ গ্রহন করেন টীকা গ্রহন করেন। টীকা গ্রহন শেষে পার্বত্য মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ দেশমাতা জননেত্রী শেখ হাসিনা কারনে আজ সারা বাংলাদেশের মানুষ টীকা পেয়েছে। এবং পাশাপাশি দেশ ও জাতিকল্যণে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, সবাই করোনা টীকা গ্রহন করার যাবে বিনা ভয়ে। জনগনে জন্য টীকা ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করার জন্য বান্দরবানবাসি প্রতি আহব্বান জানান।
এইদিকে সিভিল সার্জিন অংশৈপ্রু জানান, লকডাউনে বান্দরবানে নমুনা দিতে আসা রোগীও কমেছে। তবে করোনা রোগীর জন্য সদর হাসপাতালে ৩০ টি বেড প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট থেকে ১১২ টি বেডে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। নার্সিং কলেজে ইতিমধ্যে ২৫টি বেড প্রস্তুত ও আরো ৫৫ টি বেডে প্রস্তুতি কাজ চলমান রয়েছে। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৯৫২ জন। যা বর্তমান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ জন। তবে পাশাপাশি করোনা টীকা গ্রহন করেছে ২১ হাজার ৫২২জন। যা এই বছরে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যু হয়নি।।
টীকা গ্রহনে সময় উপস্তিত ছিলেন, বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু মারমা, সদর হাসপাতালে মেডিকেল অফিসার নয়ন কান্তি দাশ, অমল কান্তি,সহ সরকারবি ও বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসক ও গণমাধ্যমকর্মীবৃন্দ প্রমুখ।
প্রসঙ্গত; গেল ৭ তারিখ বান্দরবান সদর হাসপাতালের ১২ হাজার করোনা ভ্যাকসিন গ্রহনের মধ্যদিয়ে বান্দরবানে করোনার ভ্যাকসিন দেয়া কার্যক্রম শুরু হয়। সোমবার ১৫ ফেব্রুয়ারি সকালে বান্দরবান সদর হাসপাতালে প্রথম ডোজ করোনা টীকা নিয়ে প্রথম পর্যায় কার্যক্রম সম্পন্ন হয়।
+ There are no comments
Add yours