চট্টগ্রামে একদিনে করোনায় ৮ মৃত্যু; নতুন শনাক্ত ৩৪৭

Estimated read time 1 min read
Ad1

সুজন চৌধুরী | চট্টগ্রাম ব্যুরো

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৪৭ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৫৭৪ জন।

২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আটজন ।

মঙ্গলবার (২০ এপ্রিল ) দিবাগত রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৫৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪২৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৪টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭১টি, কক্সবাজার মেডিকেল কলেজে ১টি, ইম্পেরিয়াল হাসপাতালে ১৬৬ টি,শেভরণ ২৬৭ টি,আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৬২ টি এবং আর টি আর এল ৫০ টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৫৮ জন, বিআইটিআইডি ল্যাবে ৬১ জন, চমেক ল্যাবে ৫০ জন,সিভাসু ল্যাবে ২৩ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩২ জন, শেভরন ৬৬ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ জন এবং আরটিআরএল ৩১ এ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া কক্সবাজারে দেয়া নমুনায় পজিটিভ পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৪৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫৫৬ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২৬৩ জন এবং উপজেলার ৮৪ জন।

এনিয়ে করোনায় চট্টগ্রামে মোট ৪৭২ জনের প্রাণহানি হয়েছে।

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours