আকাশ মার্মা মংসিং | বান্দরবান
বান্দরবানে ৭ম দিনেও মত পালন হচ্ছে সর্বাত্বক লকডাউন। প্রতিদিনের ন্যায় আজও মাঠে আছে জেলা পুলিশ বান্দরবান। জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট ও পুলিশের তৎপরতা অভিযান।
২০ এপ্রিল মঙ্গলবার জেলা শহরে বিভিন্ন স্থানে জোরদার ভাবে কঠোরভাবে সর্বাত্বক পালন করছে বান্দরবান আইনশৃঙখলা বাহিনীরা।
এইদিকে,গেল ১৪ এপ্রিল হতে লকডাউন দেন সরকার, পুনরায় বাংলাদেশে করোনা সংক্রামন ও মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়া ২২ এপ্রিল হতে ২৯ এপ্রিল পর্যন্ত আবার লকডাউন জাড়ি প্রজ্ঞাপন করেছে সরকার। সেই সাথে সরকারে সিদ্ধান্ত মতে ১৮ টি শ্রেনী মানুশকে মুভমেন্ট পাশ দেওয়া হয়েছে। তবে সেই ১৮ টি আবার অনেক সুযোগ বুঝে বেকায়দা ভাবে ব্যবহার করছে।
তবে বান্দরবান জেলা শহর জুড়ে কিছুটা মানুষ দেখা গেছে রাস্তাঘাট, বাজার দোকানপাট সব অলিগলিতে। তবে অল্প পরিসরে মানুষ আনাগোনা থাকলেও দেখা যায়নি প্রধান সড়কে রাস্তা কিংবা দোকানে হাটাচলা । বান্দরবান জেলা শহর প্রধান সড়ক সহ বালাঘাটা,কালাঘাটা, বাসষ্ট্যন্ড, ট্রাফিক মোড়,সহ আগে থেকে কিছুটা মানুষ বেড়েছে। কোন কোন জায়গায় মানুষের আনাগোনা কম, আবার কোন স্থানে নাই যানবাহন নাই কোন রিক্সা বা সাইকেল। আবার কিছু কিছু স্থানের ট্রাফিক মোড় ও কালঘাটা সড়কে চলছে টমটম ও রিক্সা।
এইদিকে জেলা মানুষকে সুস্থ রাখতে দিনরাত কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সেই সাথে পুলিশ তৎপরতা চলছে জেলা শহর জুড়ে। বাইরে বের হলে আইনশৃঙ্খলা মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। এমনকি প্রশ্নে মুখে জেরে পড়েছেন অনেকে।
তবে বান্দরবান মগ বাজার, মাছের বাজার ও কাঁচা বাজারে বসেছে সীমিত আকারে। কিছু ব্যবসায়্ব ক্ষতি সম্মুখীন হয়েছে বলেন জানান কাচা বাজারে ব্যবসায়ীরা। নিত্যদিনে মত দিন দিন দাম বাড়ঁছে সবজি বাজারে। কিন্তু বাজারেও তেমন দেখা যায়নি ক্রেতাদেরকে । শুধু দেখা যায় প্রয়োজনীয় ব্যক্তি ছাড়া অপ্রয়োজনীয় ব্যক্তি নিজ বাড়ি আঙ্গিনায় বা নিজ এলাকায় ভিতর থাকছেন অনেকে। অনেক দোকান ভিতর চলছে আড্ডা মানছে না স্বাস্থ্যবিধি। আবার তোয়াক্কা করছেন নাহ অনেকেই।
বান্দরবান সদর থানা এস আই আজিজ বলেন, সর্বাত্বক লকডাউন কার্যকরনে জন্য পুলিশ মাঠে কাজ করছে। জনসমাগম নিয়ন্ত্রন এবং বিধি বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই জেলা পুলিশ আছে সতর্ক অবস্থানে। এসময় সর্বসাধারণকে ঘরমুখী করতে সচেতনতামূলক প্রচারণা, অনুমতি বিহীন যানবাহন আটক সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান। বলেন, সরকার আইন মোতাবেক আমরা কেউ বের হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুভমেন্ট পাশ চাওয়া হচ্ছে যাদের প্রয়োজনে বের হয়েছে। তবে অকারণে বের হলে তাকে পূনরায় নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৯৫৭ জন। ২৪ ঘন্টায় একজন করোনা সনাক্ত হয়েছে। সেই সনাক্ত রোগী নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। তবে বান্দরবান জেলাতে সর্বমোট ১৭ হাজার ৬শত ৯৫ জন করোনা টিকা গ্রহন করেছে।
+ There are no comments
Add yours