আকাশ মার্মা মংসিং | বান্দরবানঃ
বান্দরবানের লামা উপজেলায় জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি,টাকা না পেয়ে এক হাফেজ মোঃ অলি উল্লাহ স্বাধীনের কে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিং ঝিরি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে লামা থানা পুলিশ।
সুত্রে জানা যায় , হাফেজ মোঃ অলি উল্লাহ স্বাধীন (১৭) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষুপুর গ্রামের মোঃ মোবারক হোসেন ও লুৎফা বেগমের ছেলে। খুনের ঘটনায় আটক দুই আসামীরা হল কুমিল্লা জেলার বুড়িচং থানার খারাতাইয়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে মোঃ ফয়েজ আহমদ (৩৮) ও নিহতের আপন ফুফাতো ভাই কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষুপুর গ্রামের মৃত মোঃ আব্দুল গণি খাঁ এর ছেলে মোঃ আরিফুল ইসলাম (১৭)।
সুত্রে আরো জানা যায়, গত ২২মার্চ হাফেজ মোঃ অলি উল্লাহ স্বাধীন তার ফুফাতো ভাই মোঃ আরিফুল ইসলাম এর সাথে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। কয়েকদিন যাবৎ হাফেজ মোঃ অলি উল্লাহ স্বাধীনের কোন খোঁজ খবর না পেয়ে গত ২৪ মার্চ কুমিল্লা বুড়িচং থানায় একটি হারানোর সাধারণ ডায়েরি করে পরিবার। ডায়েরির সূত্র ধরে তার মোবাইল নাম্বার ট্রেকিং করে মঙ্গলবার লামা থানায় আসে তাদের পরিবার ও পুলিশের একটি টিম। এসময় অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে লামা থানা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ফয়েজ আহমদ ও আরিফুল ইসলামকে সন্দেহভাজন হিসাবে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেত ঝিরি ফয়েজ আহমদের শশুড় বাড়ি থেকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আসামীদের দেয়া তথ্য মতে ও তাদের দেখানো স্থানে মাটি খুঁড়ে আমরা নিহত হাফেজ স্বাধীন এর লাশ উদ্ধার করতে সক্ষম হই। লাশটি যে হাফেজ মোঃ অলি উল্লাহ স্বাধীনের তা তার বড় দুই ভাই রিয়াজ উদ্দিন সোহেল ও মোঃ জিলানী বাবু নিশ্চিত করেছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এই বিষয়ে পরবর্র্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
+ There are no comments
Add yours