ভাঙ্গনের কবলে পড়ে সড়কের বেহালদশা;দীর্ঘদিন বন্ধ যান চলাচল

Estimated read time 1 min read
Ad1

মোঃ আ. জব্বার, ফুলবাড়ীয়া,ময়মনসিংহ:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৭নং বাক্তা ইউনিয়নের নিশ্চিন্তপুর নতুন বাজারের (কেশরগঞ্জ বাজারের ব্রীজের উত্তর পাশ দিয়ে) চলে গেছে কেশরগঞ্জ টু পলাশতলী-কৈয়ারচালা ভায়া দক্ষিণপাড়া-নিশ্চিন্তপুর সড়ক।

নিশ্চিন্তপুর, দক্ষিণপাড়া, কৈয়ারচালা, এবং পলাশতলী সহ ৪/৫টি গ্রামের মানুষের কেশরগঞ্জ বাজারের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এ সড়কটি।

বিগত কয়েক বছর ধরে সড়কটির পাশ দিয়ে বয়ে যাওয়া কলমদারিয়া নদীটি ভাঙনের কবলে পড়ে সড়কটি সরু হয়ে গেলে বাঁশ বেঁধে বিপদজনক অবস্থায় ঝুঁকি নিয়েই যাতায়াত করছে অটোগাড়ী, ভ্যান-রিক্সা’সহ সাধারণ মানুষ। ফলে উক্ত সড়ক দিয়ে ছোট-বড় যানবাহন এবং এ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ।

গত বছর নদীটির ভাঙন তীব্র হলে বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন তালুকদারের বাড়ির সংলগ্ন স্থানে সড়কের বেশ খানিক অংশ চলে যায় নদী গর্ভে। ফলে একদিক থেকে হুমকিতে পড়ে যায় মুক্তিযোদ্ধার বাড়ি ও পরিবার, অপরদিকে চরম দুর্ভোগ পোহাচ্ছে উপরে উল্লেখিত গ্রামের লোকজন।

যেকোন সময় সড়কটি ঐ অংশ ভেঙ্গে পড়তে পারে, ঘটতে পারে বড় ধরণের কোন দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, আসন্ন বর্ষায় সড়কটির উক্ত স্থানে সামান্য ভাঙ্গনেই সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই যোগাযোগ বিচ্ছিন্ন পূর্বে বা কোন দুর্ঘটনা ঘটার আগেই সড়কের উক্ত স্থানে মেরামতের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এ্যাডভোকেট সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভূগী এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours