বান্দরবানে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সেনাবাহিনী খাদ্য বিতরণ

Estimated read time 1 min read
Ad1

আকাশ মার্মা মংসিং | বান্দরবান

বান্দরবানে সেনা জোনের উদ্যোগ অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার ৩০ এপ্রিল দুপুরে বান্দরবান সেনা জোন এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৪ পদাতিক ডিভিশনের নির্দ্দেশে, বান্দরবান সেনারিজিয়নের তত্বাবধানে, বান্দরবান সেনা জোনের পরিচালনায় আজ বান্দরবান সদরাধীন লাংড়ী পাড়া, ক্যাচিংঘাটা , মধ্যম পাড়া, উজানি পাড়া, আর্মি পাড়া’র অসহায়-সুবিধা বঞ্চিত ১০০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি লবন,১ কেজি চিনি,৫০০ গ্রাম তৈল, ১ কেজি ছোলা, ২ কেজি বুটের ডাল বিতরণ করেন।

বান্দরবান সেনা জোন সুত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তা প্রদান করে আসছে। খাদ্য সামগ্রী বিতরন কালে ভবিষ্যতেও দেশের যেকোন ক্রান্তিলগ্নে এধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন খাদ্য সামগ্রী বিতরণ কারি সেনা সদস্য গন।

এইদিকে খাদ্য সামগ্রী পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায়-সুবিধা বঞ্চিত মানুষগণ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours