আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Estimated read time 1 min read
Ad1

খবর বাংলা ডেস্ক

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকাল ১০.৩০ ঘটিকায় গণভবন থেকে চট্টগ্রাম, জয়পুরহাট ও ভোলা জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম জেলার এ প্রান্তে জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ জন উপকারভোগী উপস্থিত থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে প্রাপ্ত সুবিধার অনুভুতি জানান প্রধানমন্ত্রীকে।

এ কার্যক্রমের আওতায় চট্টগ্রামে ৯৯ হাজার ৯৭৭ জন উপকারভোগী প্রত্যেকে ২ হাজার ৫’শ টাকা করে পেতে যাচ্ছে। আজ রোববার (২ মে) চট্টগ্রামের ২২ হাজার পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২ হাজার ৫’শ টাকা করে পেয়েছেন। বাকি পরিবারগুলো পর্যায়ক্রমে আগামী ৩ দিনের মধ্যে উপহার হিসেবে পাবেন বলে জেলা প্রশাসকের কার্ালয় থেকে জানানো হয়।

এছাড়াও চট্টগ্রামের সংসদ সদস্যগণ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দও ত্রাণ কাজে অংশগ্রহণ করছেন । নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত যে সকল পরিবার প্রকাশ্যে ত্রাণ চাইতে কুণ্ঠাবোধ করেন তারা জেলা প্রশাসনে এসএমএস বা ফোন করলেও রাতের বেলায় বাড়ি গিয়ে এসব খাদ্য দ্রব্য পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসন টিম।

লকডাউন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরনের জন্য দিনরাত জেলা প্রশাসন, চট্টগ্রাম কাজ করে যাচ্ছে এবং জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে । কোভিড-১৯ ব্যবস্থাপনা এবং ত্রাণ কাজের জন্য জেলা প্রশাসনের কন্ট্রোল রুম রাত দিন ২৪ ঘন্টা চালু থাকে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

আজকের এ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রান্ত থেকে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, হুইপ শামসুল হক চৌধুরী, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী , বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হকসহ, রাজনৈতিক-ব্যবসায়িক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগী লোকজন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours