মো.জব্বার, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
চলমান লকডাউন, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে (ভিজিএফ) কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে দশ কেজি করে চালের পরিবর্তে এবার প্রতিজন ভিজিএফ কার্ডধারীকে দেওয়া হচ্ছে নগদ ৪৫০ টাকা করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৪ মে) সকালে ফুলবাড়ীয়া পৌরসভায় ৩ হাজার ৮১জন কার্ডধারীর মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করেন পৌর মেয়র আলহাজ্ব মো, গোলাম কিবরিয়া। পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে প্রথম দিন মঙ্গলবার ১,৪,৬ ও ৯নং ওয়ার্ডের কার্ডধারীর মাঝে, দ্বিতীয় দিন বুধবার ২,৩,৫,৭ ও ৮ নং ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে এবং তৃতীয় দিন বাদপড়া কার্ডধারীদের মাঝে নগদ ৪৫০ টাকা করে ৯টি ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে সর্বমোট ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা বিতরণ করা হবে।
ট্যাক অফিসার হিসেবে বিতরণ কার্যক্রম তদারকি করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার। এসময় কাউন্সিলর শরিফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, শাকের আহমেদ খান সহ কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে অত্র উপজেলার ১৩টি ইউনিয়নে এবার ৭৯ হাজার ৯৩৩জন কার্ডধারীর বিপরীতে ৩ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা বিতরণ করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান।
+ There are no comments
Add yours