পটিয়ায় ৩২০০ পিস ইয়াবাসহ আটক -৩

Estimated read time 1 min read
Ad1

 

এম হেলাল উদ্দিন নিরব
পটিয়া, চট্টগ্রাম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে ( খ- সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন মোজাফফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর বিপরীতে ৩২০০ পিস ইয়াবা সহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, (১) মো : জাবের (২৭), পিতা মোহাম্মদ সুলতান, মাতা, মরিয়ম খাতুন,সাং,বালুখালী – ২ শরণার্থী ক্যাম্প- ১৯,ব্লক- সি-৪,শেড নং -০০০৯১৮,থানা উখিয়া, জেলা কক্সবাজার।

(২) আসামী মোঃ সৈয়দুল ইসলাম (৩৬),পিতা – আবুল হোসেন,মাতা – শহর বানু, স্হায়ী সাং – মিলন ছড়ি,পোঃ বান্দরবান – ৬৬০০,থানা ঃ বান্দরবান সদর, জেলা চট্টগ্রাম, বর্তমান ঠিকানা ঃ আক্তারের বাড়ি,বাস টার্মিনাল,কক্সবাজার পৌরসভা, থানা কক্সবাজার সদর,জেলা ঃ কক্সবাজার।
বিকাল প্রায় ৪ ঘটিকায় সিএনজি অটোরিকশা থেকে ২২০০ পিস ইয়াবা সহ করে তাকে,এবং তার নামে নিয়মিত ১ টি মামলা দায়ের হয়।

(৩) মোঃ ইলিয়াস (৪০),পিতা মৃত ইউসুফ, মাতা মৃত রাবেয়া বেগম,সাং বাবুর কাইচাইল( বড় বাড়ি), ওয়ার্ড নং -০৬,কাইচাইল ইউনিয়ন পরিষদ, থানা নগর কান্দা,জেলা ঃ ফরিদপুর।
তাকে মাইক্রোবাস থেকে ১,০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে পটিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।সে ফরিদপুরের উদ্দেশ্য ইয়াবা গুলো পাচার করছিল বলে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours