ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে ৩৪,০৭৮টি পরিবার

Estimated read time 1 min read
Ad1

বিপুল মিয়া, ফুলবাড়ী, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়নের ৩৪ হাজার ৭৮ পরিবার পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহারের নগদ অর্থ সহায়তা। পবিত্র ঈদ-উল ফিতর ও করোনা পরিস্থিতিতে জিআর ও ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ গুপ্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহারের নগদ টাকা উপজেলার ছয় ইউনিয়নের মোট ৩০ হাজার ৩শ’ ২৮ পরিবারে ১ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার ৬শ’ টাকা বিতরণ করা হচ্ছে। তাছাড়াও জিআর এর ১৫ লক্ষ টাকা ছয় ইউনিয়নের ৩ হাজার ৭শ’ ৫০ পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। ঈদের আগেই উপজেলার ৩৪ হাজার ৭৮ পরিবারে মোট ১ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৬শ’ টাকা বিতরণ করা হচ্ছে। উপজেলার ছয় ইউনিয় পরিষদ কার্যালয়ে নগদ টাকা বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছয় জন ট্যাগ অফিসার মিলে আমরা সার্বক্ষনিক বিতরণ কার্যক্রম তদারকি করছি। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ কার্যক্রমে ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতাও অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তার নগদ অর্থে যাতে সুবিধাভোগীরা আসন্ন ঈদের আনন্দ উদযাপন করতে পারেন সে বিষয়টি বিবেচনায় রেখে আমরা দ্রুত বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ ও স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছি। আমার আশা করছি ঈদের আগে সকল সুবিধাভোগীর মাঝেই নগদ অর্থ বিতরণ শেষ হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours