সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান মায়াফুলের কাপ্তাই রাস্তার মাথা ও দক্ষিণ কাট্টলী সাগর পাড়ের শতাধিক শিশুদের মাঝে আজ ১০মে দৃষ্টি চট্টগ্রামের ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন সমাজসেবক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য ও শিল্প উদ্যোক্তা গোলাম বাকী মাসুদ। শিক্ষা প্রতিষ্ঠান মায়াফুলের সভাপতি বশির আহমেদ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, শহিদুল ইসলাম, দৃষ্টি উপ সম্পাদক অভিষেক পাল ও সদস্য তুর্ষ চৌধুরী, মায়াফুলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজন চৌধুরী, সদস্য আবু নোমান আসিফ ও স্বপন দাশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের একটু আদর ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করলে তাদের মনের মধ্যে যে পরিবর্তন সাধিত হবে তা তাদের চলার পথকে মসৃন করবে। বক্তারা আরো বলেন কেউ যখন সুবিধা বঞ্চিত শিশুদের পথ শিশু বলে সম্ভাষন করে তখন খুবই কষ্ট লাগে। যে বয়সে তাদের হাতে থাকার কথা ছিলো বই খাতা সে বয়সে সেই শিশুরাই জীবনের তাগিদে করতে হচ্ছে শ্রম। অবহেলিত শিশুদের শিশু শ্রম থেকে বের করার উপায় খুঁজে নিতে হবে আমাদের। উল্লেখ্য সংগঠক ও শিল্প উদ্যেক্তা গোলাম বাকী মাসুদ ও দৃষ্টি চট্টগ্রামের সাবেক বিতর্ক
সম্পাদক রেজা চৌধুরীর সহযোগিতায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
+ There are no comments
Add yours