বিপুল মিয়া, ফুলবাড়িয়া, (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের মানুষ চরম ঝুঁকিতে দিন কাটাচ্ছেন। এ চরম ঝুঁকি ও দুর্যোগপূর্ণ সময়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় চরম দুর্ভোগে আছেন অসুস্থ-রোগীসহ স্বজনরা।
এক দিকে চরম দুর্ভোগ অন্যদিকে অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাধ্য হয়ে উচ্চ মূল্যে মাইক্রোবাস-প্রাইভেটকারসহ বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর-মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক -হাসপাতালে ছুটছেন রোগী ও স্বজনরা। প্রায় চার মাস অতিবাহিত হলেও হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিয়ে অসুস্থ রোগীর চিকিৎসা সেবা দিতে না পারায় উপজেলার হাজারও মানুষ চরম-বিপাকে পড়েছেন। যেন দেখার কেউ নেই।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুহেনা মোস্তফা কামাল জানান, ফুলবাড়ী হাসপাতালে যোগদান করার পর থেকেই অ্যাম্বুলেন্স চালকের বিষয়টি গুরুত্বসহকারে মৌখিক ও লিখিত ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস জানান, হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক নেই এব্যাপারে এখন পর্যন্ত কেউ জানায়নি। আপনার মাধ্যমেই জানতে পারলাম। তবে বিষয়টি গুরুত্বসহকারে খোঁজ খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।
+ There are no comments
Add yours