আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে থানা পুলিশের উদ্যোগে উপজেলার ব্যস্ততম এলাকা হিসেবে খ্যাত উপজেলা সদরের মূল সড়ক ও জনগণের চলাচলের সুবিধার্থে নির্মিত ফুটপাত অনেকটাই ছিল ভাসমান দোকান ও বেদখল।
আজ ১৯ মে (বুধবার) সকালে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল করিমের নেতৃত্বে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালানো হয়, এতে প্রায় ভাসমান ৩০-৪০ টি দোকান সরিয়ে উপজেলার ব্যস্ততম এই সড়কটি দখলমুক্ত করে যান চলাচল ও জনগণের চলাচল নির্বিঘ্ন করা হয়।
অভিযানের বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন, বারবার উচ্ছেদ করে ভাসমান দোকান তুলে দেওয়ার পর তারা বারবার সড়ক ও ফুটপাতে দোকান বসায়। এখন থেকে আর সে সুযোগ দেওয়া হবে না। এব্যাপারে তাদের কড়া নির্দেশনা দেয়া হয়েছে।
+ There are no comments
Add yours